কষ্টো থেকে কান্না, কান্না দিয়েই শুরু মানুষের, তাই কষ্টোকে জয় করুন ( URL:- Nillrakib.blogspot.com )
মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩
কবিতা
ওগো নদী, ওগো পাখি,
আমি চলে গেলে আমারে আবার ফিরিয়া ডাকিবে নাকি!
আমারে হারায়ে তোমাদের বুকে ব্যথা যদি জাগে ভাই,-
জেনো আমি এক দুখ-জাগানিয়া, -বেদনা জাগাতে চাই;
পাই নাই কিছু, ঝরা ফসলের বিদায়ের গান তাই,
গেয়ে যাই আমি, - গাহিতে গাহিতে ঘুমে বুজে আসে আঁখি
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)