কষ্টো থেকে কান্না, কান্না দিয়েই শুরু মানুষের, তাই কষ্টোকে জয় করুন ( URL:- Nillrakib.blogspot.com )
বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩
কষ্টো কি ?
কষ্টো তুমি কি ঐ বাকহীন অনাহারী শিশুর মতন
নাকি তুমি আমার বেদনার অচেনা স্বজন নাকি
তুমি অসহায়ের চিৎকারের ঝন ঝন ক্ষন নাকি
তুমি আমার মুরু ময়ের একাকিত্বের বাসা?
নাকি তুমি মরুভুমির মাঝে একমাত্র বৃক্ষ
নাকি তুমি সন্তান হারা মায়ের কান্না নাকি
তুমি ভালোবাসার বিরহ নাকি তুমি প্রিয় কিছু হারিয়েফেলার বেদনা?
নাকি তুমি কিছুই না ?
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)